চিকেন দিয়ে তৈরি হয় হরেক রকমের ফাস্টফুড আইটেম। চিকেন ফ্রাই, চিকেন নাগেটস তো আমরা অনেক খেয়েছি। এবার দেখে নিন কীভাবে তৈরি করবে মজাদার কাটলেট চিকেন দিয়ে।
স্য়ান্ডউইচ বলতে আমরা সবাই চিকেন স্যান্ডউইচ বা বিফ স্যান্ডউইচকেই চিনি। কিন্তু মাছ দিয়েও তৈরি হতে পারে সুস্বাদু স্যান্ডউইচ। দেখে নিই কীভাবে তৈরি করতে পারবেন সুস্বাদু মাছের রেসিপি।
এটা দারুন মজার একটা ডিশ। বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার। তাছাড়া এতে রয়েছে চিকেন (chicken) ও ভেজিটেবলস (vegetable) যা স্বাস্থ্য়ের জন্য খুব উপকারী।
চিকেন ললিপপ (chicken lollipop) চিকেনের একটা মজাদার ফাস্টফুড আইটেম। এর সুবিধা হল, ললিপপের মতো খুব সহজেই ডান্টি ধরে খাওয়া যায়। বিশেষ করে বাচ্চারা চিকেন ললিপপ খেতে খুব পছন্দ করে। তার মানে বড়রাও যে খেতে পারবে না এমনটি নয় কিন্তু! (রেসিপি অথরঃ মনির হোসেন)
ফাস্টফুড আইটেম গুলোর মধ্যে নুডলস একটা লোভনীয় খাবার। তাছাড়া নুডলস হেলদি একটা খাবার বিধায় অনেকেই এটা প্রিফার করে থাকে। নুডলস প্রায় সব বাড়িরই কমন একটা নাস্তার আইটেম। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নেও নুডলস পরিবেশন করা হয়। তাই এবার দেখে নেওয়া যাক ভেজিটেবল ও চিকেন দিয়ে নুডলসের চমৎকার হেলদি একটা রেসিপি।
চিংড়ি মাছ সবারই খুব প্রিয়। আর আলু এমন একটা সবজি যা সবকিছুর সাথেই যায়। চলুন দেখে নেয়া যাক এ দুয়ের সমন্বয়ে চমৎকার একটা রেসিপি। খেতে ভীষণ মজার ও মুখরোচক।
এটা এরাবিয়ান একটা রেসিপি। যারা প্যাটিস জাতীয় ফাস্টফুড খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি। বাজারে ক্য়ান টুনা পাওয়া যায়। আপনি তা ব্যবহার করতে পারেন। এছাড়া ফ্রেশটুনা দিয়েও এটা করা যাবে।